1. rashidarita21@gmail.com : bastobchitro :
হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব! | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব!

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাস্তার ওপরই সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি।

 শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রসব ব্যথা নিয়ে ওই প্রসূতি হাসপাতালে গেলেও ভর্তি না নিয়ে নার্সরা তাকে রংপুর মেডিকেলে নিয়ে যেতে বলেন। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার আগেই রাস্তার ওপর একটি ছেলে নবজাতক প্রসব করেন বলে জানিয়েছেন ওই প্রসূতির স্বজনরা।
 
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে হাসপাতালের কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
পীরগাছা উপজেলার অন্নদানগর চলনিরপাড় গ্রামের সাগর মিয়া অভিযোগ করে বলেন,  তার গর্ভবতী স্ত্রী রিতুর প্রসব বেদনা শুরু হলে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে নিয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসেন। 

কিন্তু সেখানকার নার্সরা রিতুকে ভর্তি না করে রংপুর মেডিকেলে নেয়ার কথা বলেন। মেডিকেলে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রাস্তার ওপর স্ত্রীকে বসিয়ে রেখে অ্যাম্বুলেন্স খুঁজতে বাইরে যান। কিন্তু তিনি ফিরে আসার আগেই রিতু সেখানেই সন্তান প্রসব করেন।
 
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত নবজাতকসহ প্রসূতিকে সেখান থেকে তুলে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন জানান, নবজাতকসহ প্রসূতি বর্তমানে সুস্থ আছেন। 

 
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে নবজাতকসহ তার মাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এনিয়ে যে অভিযোগ পাওয়া গেছে, সেটি খতিয়ে দেখা হবে। কারও দায়িত্বে অবহেলার প্রমাণ হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি