1. rashidarita21@gmail.com : bastobchitro :
হাসপাতালে আরও ৪১ ডেঙ্গু রোগী | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

হাসপাতালে আরও ৪১ ডেঙ্গু রোগী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৯ জনে। তবে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ জন এবং ঢাকার বাইরের ২০ জন।

অন্যদিকে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রোববার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩১ জন এবং ঢাকার বাইরের ৭৭ জন।

গত বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। সে বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮১ জনের।

করোনা মহামারিকালে ২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি