1. rashidarita21@gmail.com : bastobchitro :
স্বাচিপের সম্মেলন: প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মীরা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

স্বাচিপের সম্মেলন: প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মীরা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপের সম্মেলন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের ৫ম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর আড়াইটায় সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও সকাল থেকেই সম্মেলনস্থলে জমায়েত হতে থাকেন স্বাচিপের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আগামী নির্বাচনের আগে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাচিপ নেতাকর্মীদের প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে আসা নতুন নেতৃত্ব আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করবে।

স্বাচিপের সম্মেলনে সভাপতি ও মহাসচিব পদে কোন দুজন আসছেন তা নিয়ে চিকিৎসকদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ বলছেন পুরোনো, অভিজ্ঞ ও দলের প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ এমন প্রবীণ চিকিৎসক নেতাদের মধ্যে থেকেই সভাপতি ও মহাসচিব নির্বাচিত হবেন।

গঠনতন্ত্রে স্বীকৃতি না থাকলেও চিকিৎসা অঙ্গণে সরব স্বাচিপকে বিবেচনা করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে। ২০১৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয় সংগঠনের সবশেষ সম্মেলন।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকার সড়ক বন্ধ করা বা রোড ডাইভারশন দেবে ডিএমপি। এজন্য সম্মেলন চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি