1. rashidarita21@gmail.com : bastobchitro :
সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, দীর্ঘদিন থেকে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নির্ধারিত চিমনি ব্যবহার না করে খোলা পরিবেশে বায়ুদূষণকারী ধোঁয়া ছড়াচ্ছিল। বায়ু দূষণের ফলে কারখানার আশপাশের মানুষ অতিষ্ঠ। এলাকাবাসীর বারবার তাগিদ সত্ত্বেও কোন প্রতিকার না পেয়ে তারা জেলা প্রশাসকের শরণাপন্ন হন। তারই পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়। অভিযানেও দেখা মেলে একই দৃশ্যের। এ সময় স্টিল মিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মো. জাকির হোসেনও উপস্থিত ছিলেন। তারা দোষ স্বীকার করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটিবিচ্যুতি সমাধানের মুচলেকা দেন। এ সময় কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি