1. rashidarita21@gmail.com : bastobchitro :
শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়।

তবে আবহাওয়া অফিস বলছে, এর আগের দিন মঙ্গলবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আকস্মিকভাবে এ তাপমাত্রা নেমে যাওয়াতে মৌলভীবাজার জেলা জুড়ে কনকনে ঠান্ডা বিরাজ করছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। তবে সন্ধ্যায় আবারও হিমেল ঠান্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাছাড়া হাওড় ও চা বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান সময় সংবাদকে জানিয়েছেন, ‘আরও কয়েক দিন এ আবহাওয়া থাকতে পারে।’

এদিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, এ পর্যন্ত জেলায় শীতার্তদের মধ্যে ৩৫ হাজার ২৮০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। নতুনভাবে আরও ৩৫ হাজার পিস চাহিদার কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি