মেট্রোরেলের পর দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ শুরু হয়েছে। মেট্রোরেলের বাকি কাজও দ্রুত এগিয়ে চলছে। তিন প্রকল্পের আওতায় নতুন রেলপথ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু আকাশ না, আমরা এখন পাতালেও যাচ্ছি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথসহ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯.২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি রেলের বিভিন্ন বড় বড় প্রকল্পের তথ্য জানিয়ে বলেন, ‘উত্তরবঙ্গে রেল নিতে যমুনা সেতুতে রেল সংযোগ করে দেয়া হয়েছিল। এখন সেখানে আলাদা সেতু হচ্ছে। এতে সড়ক ও রেল উভয়ই ভালোভাবে চলতে পারবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এখন সেখানে রেলপথ সংযোগের কাজ চলছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে রেললাইনের কাজ প্রায় শেষ। সেখানে আন্তর্জাতিক মানের রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। খুব দ্রুতই সেটি উদ্বোধন করা হবে। খুলনা-মোংলা রেললাইন খালেদা জিয়ার আমলে বন্ধ করে দেয়া হয়। আমরা সেটি চালু করছি। এখন প্রায় সব জায়গায় ডাবল রেল লাইন নির্মাণ করা হচ্ছে।’