1. rashidarita21@gmail.com : bastobchitro :
শিশু আয়াত হত্যা মামলায় আবির আরও ৭ দিনের রিমান্ডে | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

শিশু আয়াত হত্যা মামলায় আবির আরও ৭ দিনের রিমান্ডে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় শিশু আয়াত (৫) হত্যা মামলায় গ্রেফতার আবির আলীকে আরও সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) আদালত তাকে দুদিনের রিমান্ডে পাঠায়। আবির আলী নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে।

গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকা থেকে নিখোঁজ হয় বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার সোহেল রানার মেয়ে আয়াত। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আবির মিয়াকে (১৯) আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকের পর পিবিআইর জিজ্ঞাসাবাদে আবির আলী জানান, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের পরিকল্পনা করেন তিনি। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ কেটে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দিয়েছেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির বলেছেন, ছয়-সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিলেন। কিন্তু তার মোবাইল ফোনের সিম কাজ না করায় মুক্তিপণের জন্য শিশুটির পরিবারকে কল দিতে পারেননি। নিজে ধরা পড়ে যাবেন, এ ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি