1. rashidarita21@gmail.com : bastobchitro :
শাহ আমানতে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

শাহ আমানতে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ পাওয়া যায়।

আটক যাত্রীর নাম জসিম উদ্দিন। তার বাসা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৯টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

জসিমের কাছ থেকে ২ দশমিক ০৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২ টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট ২ দশমিক ৪২৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।

ওই যাত্রীর স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন। পরে সেটি এনএসআই টিম খুলে উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।

ওই যাত্রী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তাকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি