খুলনার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ ওএমএস-এর ৪৯০ বস্তা চালসহ দুজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে নগরীর বড়বাজারের হকার্স মার্কেটে একটি চালের গোডাউনে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে মোট ৪৯০ বস্তায় ৪৭ মেট্রিকটন ওএমএস-এর চাল উদ্ধার করে। এ সময় ওই গোডাউনের স্বত্বাধিকারী নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করে র্যাব।
র্যাবের অধিনায়ক লে. কর্নেল মোশতাক আহমদ জানান, নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত ওএমএস-এর চাল গোপনে বড় বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব। ওএমএস-এর ডিলাররা নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ হওয়া সব চাল বিক্রি না করে বেশি লাভের আশায় ব্যবসায়ী নাদিমের কাছে বিক্রি করত। পরে নাদিম বস্তা পরিবর্তন করে অন্য ব্রান্ডের নাম দিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রি করতেন। উদ্ধার করা ৪৯০ বস্তা সরকারি চালের মধ্যে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা এবং ২৫ কেজি ওজনের ছিল ৩৯০ বস্তা। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাজার কমিটি জানায়, মার্কেটের অভ্যন্তরে কোনো প্রকার অবৈধ মালামালের দায় বাজার কমিটি নেবে না।
এ জাতীয় আরো খবর..