1. rashidarita21@gmail.com : bastobchitro :
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বিজয় র‌্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বিজয় র‌্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সকাল নটায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুনেরর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২২ উদযাপন কমিটির আহবায়ক এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইইইরবিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদদীন আহমেদ। এসময় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. জাহিদ হাসান ও কৃষি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান জুয়েল।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান হোসেন, গীতা থেকে পাঠ করেন সংগীত বিভাগের শিক্ষার্থী তৃষিতা দাস। আলোচনাসভা শেষে দেশত্ববোধক সংগীত ও কবিতা পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী গুলশান আরা গৌধুলী ও আল বুখারী অনিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি