1. rashidarita21@gmail.com : bastobchitro :
রংপুরে পরিবহন ধর্মঘটে ভোগান্তি | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

রংপুরে পরিবহন ধর্মঘটে ভোগান্তি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

রংপুরে দ্বিতীয় দিনের মতো চলছে মোটর মালিক সমিতির ডাকা টানা ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট। এ ধর্মঘট চলবে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধর্মঘটের কারণে রংপুর জেলার সঙ্গে অন্যান্য জেলার সব পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, পরিবহন ধর্মঘটের কারণে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস, ট্রাক, পিকআপ চলাচল বন্ধ থাকায় রোগী ও স্বজনরা বিকল্প উপায়ে রিকশা, ভ্যানে করে পৌঁছানোর চেষ্টা করছেন।

কুড়িগ্রাম থেকে রংপুর মেডিকেলে আসা কৃষক মনু মিয়া বলেন, মেয়ের চিকিৎসার জন্য মেয়েকে সঙ্গে নিয়ে খুব কষ্ট করে হাসপাতালে এসেছি। রাস্তায় ভেঙে ভেঙে অটো পরিবর্তন করে পৌঁছেছি। এমনিতেই রোগী নিয়ে আসার ক্ষেত্রে দুশ্চিন্তা থাকে অন্যদিকে পরিবহন ধর্মঘট খুব বিপাকে ফেলে দিয়েছে।

রংপুরের পীরগঞ্জ থেকে স্ত্রীর চিকিৎসা করানোর জন্য আসা চাকরিজীবী ওমর ফারুক বলেন, তিনগুণ ভাড়া দিয়ে হাসপাতাল পর্যন্ত এসেছি। কি যে ভোগান্তি বলে বোঝানো সম্ভব নয়। বাস না পেয়ে ইজিবাইকে এলাম।
ব্যবসায়ী মিরান বলেন, ‘আমরা কী দোষ করেছি যে আমাদের কষ্ট দিচ্ছে পরিবহন মালিকরা। আমরা চাই অতি দ্রুত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হোক।’

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিসহ নানা দাবিতে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর দুদিন আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মহাসড়কে যান চলাচল এবং রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। ধর্মঘটের কারণে রংপুর জেলার সঙ্গে অন্যান্য জেলার সব পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি