1. rashidarita21@gmail.com : bastobchitro :
যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

যশোরে অভয়নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত তিন মাসে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ৪০৪ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে ড্রেনে জমে আছে ময়লা পানি। এখান থেকেই জন্ম নিচ্ছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। যশোরের অভয়নগরে প্রায় প্রতিটি এলাকার চিত্র এমন। এ ছাড়া উপজেলাজুড়ে থাকা ডোবা, বিল ও নর্দমা থেকেও এডিস মশা ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে।


স্থানীয়দের অভিযোগ, ঘরে ঘরে ডেঙ্গু রোগী দেখা দিলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে না কার্যকর কোনো উদ্যোগ।
অভয়নগরের নওয়াপাড়া পৌরসভা মেয়র সুশান্ত কুমার দাস জানান, প্রতিদিন চারটি করে ওয়ার্ডে ডেঙ্গু নিধনে স্প্রে করা হয়। আশাকরছি ডেঙ্গু দ্রুতই এর সমাধান হবে।
সিভিলে সার্জন অফিসের তথ্যমতে, বর্তমানে জেলার ৬টি হাসপাতালে ৪৪জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৩১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি