1. rashidarita21@gmail.com : bastobchitro :
মাটির নিচে মিলল ‘১৯৬৬’ লিখা গ্রেনেড | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

মাটির নিচে মিলল ‘১৯৬৬’ লিখা গ্রেনেড

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমিতে শ্যালো মেশিন বোরিং করার সময় মাটির নিচ থেকে ‘১৯৬৬’ লিখা একটি গ্রেনেড পাওয়া গেছে।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে ভবনচুর গ্রামে আব্দুর রাজ্জাকের কলাবাগান থেকে ওই জং ধরা গ্রেনেডটি পুলিশ নিয়ে যায়।


থানা সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামের আ. রাজ্জাকের কলা বাগানে শ্যালো মেশিন বোরিং করার সময় হঠাৎ পানি ওঠা বন্ধ হয়ে যায়। এ সময় বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে উঠালে দেখা যায় পাইপের মুখে জংধরা গ্রেনেড।

পরে খয়েরবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জানানো হয়। চেয়ারম্যান পুলিশকে জানালে এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি উদ্ধার করে থানা নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, কৃষকরা গ্রেনেডটি উদ্ধার করে আমাকে দিলে আমি পানি ভর্তি বালতিতে তা রেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে গ্রেনেড উদ্ধার করে নিয়ে যায়। গ্রেনেড সাদৃশ্য বস্তুটিতে ১৯৬৬ সাল লেখা দেখা যায়।

এসআই রেজাউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে এটি অনেক পুরনো গ্রেনেড। স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি