বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের চাপড়া ইউনিয়ন শাখার উদ্যোগে- স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ২৮ মার্চ মঙ্গলবার বিকেল ৪:০০ টায় লালন একাডেমী সংলগ্ন এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আওয়ামী লীগের চাপড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম হকের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রকাশক ও সম্পাদক দৈনিক বিজনেস ফাইল, এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী। গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এস রুশদির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মঞ্জু ,প্রকাশক ও সম্পাদক দৈনিক প্রতিজ্ঞা এবং কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সভাপতি নুরুন্নাহার সীমা, লালন সংগীত ও গবেষণা কেন্দ্রের সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা তুলে ধরেন। প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন -৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে এর মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে – অস্ত্র নিয়ে যুদ্ধ করে, পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে বাঙালি। এ পর্যায়ে প্রধান আলোচক অভি চৌধুরী তার বক্তব্য বলেন- এই বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা শেখ মুজিবুর রহমান জাতির পিতা -তোমার চরণ তলে আকুল শ্রদ্ধা।
উল্লেখ্য স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন লালন একাডেমী চর্চা ও গবেষণা কেন্দ্র, ভাবনগর সংগীত একাডেমীর সদস্যবৃন্দ। এ ছাড়াও দৈনিক বিজনেস ফাইলের কুষ্টিয়ার সকল প্রতিনিধিবৃন্দ।