1. rashidarita21@gmail.com : bastobchitro :
ময়মনসিংহে ছিনতাইকৃত টাকা উদ্ধার, গ্রেফতার ৩ | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে ছিনতাইকৃত টাকা উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের নান্দাইল-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রসুলপুরে এক পাইকারি মুদি ব্যবসায়ীকে ৭ অক্টোবর কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় ৬ লাখ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা সময় সংবাদকে বলেন, জয় সাহা নামে এক ব্যবসায়ী ১৮ লাখ টাকা নিয়ে নান্দাইলের তারঘাট বাজার হতে সিএনজি অটোরিকশায় কিশোরগঞ্জ রওনা হন। পথে আঞ্চলিক মহাসড়ক রসুলপুরে পৌঁছলে সিএনজি থামিয়ে জয় সাহাকে কুপিয়ে গুরুতর জখম করে ছিনতাইকারীরা। এ সময় টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় নান্দাইল মডেল থানায় জয় সাহার বাবা বিশ্বনাথ সাহা মামলা করেন। পরে ডিবি পুলিশ তদন্তে নেমে ১০ অক্টোবর মো. আবদুল জলিল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর বুধবার (১৯ অক্টোবর) একদিনের রিমান্ডে নেয়।

মাছুম ভুঁঞা আরও জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে জলিলের কাছ থেকে পাওয়া তথ্য ও তদন্তে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে নেত্রকোনার দুর্গাপুর থেকে ছিনতাইকারী দলের সদস্য রবিউল আওয়াল (২১) ও মো. শাহীন মাহমুদকে (৩০) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিন আসামিই ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেন।

আসামিদের রবাত দিয়ে তিনি বলেন, ‘জয় নিয়মিত বাকি মালামাল বিক্রির টাকা নিয়ে সড়ক দিয়ে চলাচল করতেন। এ থেকেই টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন জলিল ও শাহীন। গ্রেফতার রবিউল আওয়ালসহ তিনজন পরিকল্পনামতো যাত্রীবেশে জয়ের সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হন। পথে জয়কে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালায় রবিউলসহ অন্যরা।’

পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি