1. rashidarita21@gmail.com : bastobchitro :
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৬৭.৭৮ শতাংশ: মন্ত্রিপরিষদ সচিব | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৬৭.৭৮ শতাংশ: মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, গেল বছরের চতুর্থ ত্রৈমাসিকে (গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৭৮ শতাংশ।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চতুর্থ ত্রৈমাসিকের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মাহবুব হোসেন বলেন, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৯০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৬১টি। এছাড়াও ২৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে চারটি।

করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন হার সন্তোষজনক বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি