1. rashidarita21@gmail.com : bastobchitro :
ভারতে পাচার ৫ বাংলাদেশিকে ফেরত | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

ভারতে পাচার ৫ বাংলাদেশিকে ফেরত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে সেদেশের পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল থানার পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত বাংলাদেশিরা হলেন, আজিম ভূঁইয়া (৩৪), আহমেদ আল ফাহাদ (২৫), টুটুল শেখ (৩০), মুনিয়া খাতুন (২৮) ও মমতা (৫৬)।

মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মী রোকেয়া সুলতানা জানান, যশোর, হিলি, আগরতলা, মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ তাদের আটক করে। ৫ থেকে ৬ বছর বিভিন্ন মেয়াদে তারা কারাভোগ করেন। পাচারকারীদের বিরুদ্ধে ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে জাস্টিস অ্যান্ড কেয়ার।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পাচার হওয়া বাংলাদেশি ৫ জনকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি