1. rashidarita21@gmail.com : bastobchitro :
ভারতে পাচার কালে ৯ ভরি সোনা জব্দ | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

ভারতে পাচার কালে ৯ ভরি সোনা জব্দ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

হিলি চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে ৯ ভরি সোনা ও ৬ কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় হিলি চেকপোস্টে এগুলো জব্দ করা হয়।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারতীয় নাগরিক কুসুম সরকার নিজ দেশে ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমস ব্যাগেজ শাখায় আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশি করে। পরে তার কাছ থেকে ৯ ভরি সোনার অলংকার ও ৬ কেজি পিতলের আংটি পাওয়া যায়। যার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোনার অলংকার ও পিতলের আংটি জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতে পাচারের উদ্দেশে তিনি এগুলো বহন করে নিয়ে যাচ্ছিলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়, ভারতীয় নাগরিক কুসুম সরকার পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার (০২ ডিসেম্বর) এ পথ দিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, উদ্ধার সোনা কাস্টমস হেফাজতে রেখে ভারতীয় ওই নারীকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বিষয়টি ভারতের কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি