সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার (১৬ নভেম্বর) থেকে ঘরে বসেই করা যাবে ড্রাইভিং লাইসেন্স। শুধু পরীক্ষার জন্য একবার বিআরটিএতে যেতে হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় এ কথা বলেন তিনি।
এ সময় কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-আরিচা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নজরদারি করা হবে।
তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সড়ক পরিবহন আইন প্রকাশ করা হবে। জাতীয় সংসদের জানুয়ারি অধিবেশনে বিলটি পাস করার পরিকল্পনা সরকারের।