1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিনামূল্যে বীজ পাচ্ছেন নড়াইলের কৃষক | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

বিনামূল্যে বীজ পাচ্ছেন নড়াইলের কৃষক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নড়াইলে চলতি রবি মৌসুমে বিনামূল্যে গম, সরিষাসহ সাত ধরনের রবি শস্য বীজ ও সার পাচ্ছেন ১৭ হাজার ৭৫০ কৃষক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সরিষা বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে এ বীজ ও সার বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতর।

এ সময় সদর উপজেলার ৬০০ কৃষককে কেজি করে উচ্চ ফলনশীল বারি সরিষা-১২ জাতের বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান ছাড়াও কৃষি বিভাগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দীপক কুমার রায় জানান, রবি শস্যের আবাদ ও উৎপাদনে চাষিদের উৎসাহ বাড়াতে প্রণোদনা হিসেবে তাদের মধ্যে বিনামূল্যে সরিষাসহ সাত প্রকার ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণে সরকার উদ্যোগ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি