1. rashidarita21@gmail.com : bastobchitro :
বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’–এই স্লোগান নিয়ে বাগেরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শনিবার (১৯) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এ সময় পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

দুই দিনব্যাপী এই মেলায় ৪০টি স্টল রয়েছে। এতে বাগেরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দফতর অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি