সুনামগঞ্জের ছাতকে একটি বসতবাড়ির পাশে থেকে একে একে ছয়টি কোবরাসহ বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ছাতক লাফার্জের হাউজিং কলোনিসংলগ্ন আলী হোসেনের বাড়ির চারপাশ থেকে আরও ছয়টি সাপ উদ্ধার করে সাপুড়ে বোরহান উদ্দিন জালালি।
গত ১৫ দিনের ব্যবধানে তিনি ওই এলাকা থেকে ১১টি বিষধর সাপ উদ্ধার করেছেন।
বাড়ির মালিক আলী হোসেন জানান, দীর্ঘ এক মাস ধরে তিনি বাড়ির পাশে সাপের বিচরণ লক্ষ্য করছিলেন। শুক্রবার সকালে আরও ৬টি সাপ উদ্ধার করেন সাপুড়ে বোরহান উদ্দিন জালালি।
সাপুড়ে বোরহান উদ্দিন জানান, ছাতক লাফার্জের হাউজিং কলোনিসংলগ্ন আলী হোসেনের বাড়ির চারপাশ থেকে শুক্রবার সকালে দুধরাজ, ভীমরাজ, দাড়াইস, আলদ ও কিং কোবরাসহ ৬টি বিষধর সাপ ধরেন। একই বাড়ির আশপাশের ঝোঁপ থেকে এতোগুলো সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। অন্যান্য বাড়ির লোকজনও সাপ উদ্ধার অভিযান চালাবেন বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..