1. rashidarita21@gmail.com : bastobchitro :
বর্তমান সরকার কৃষি প্রযুক্তি ব্যবহারে উন্নত বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে চলেছেন : সালাম মূর্শেদী এমপি | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

বর্তমান সরকার কৃষি প্রযুক্তি ব্যবহারে উন্নত বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে চলেছেন : সালাম মূর্শেদী এমপি

সোহেল রানা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে চলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের গ্রামাঞ্চল পরিবর্তন হয়ে অচীরেই শহরে রূপ নেবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তিনি বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের বিকল্প নেই। কৃষি বান্ধব সরকার কৃষকদের মুখে হাসি ফোটাতে দেশের নদ নদী খাল বিল সংস্কার করে এবং কৃষকদের নানামুখী সুবিধাদি প্রদান করে কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নয়নের দ্বার উন্মোচন করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটেছে। দেশে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। ফলে দেশের মানুষ এখন একটি স্বর্ণযুগ অতিক্রম করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অচিরেই স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে পাকিস্তানের দোসর জামাত-বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র প্রতিহতকরতে এবং বর্তমান সরকারের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে নৌকার পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আজ রোববার ( ২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,ওসি মোঃ জহুরুল আলম,অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন,ইউপি চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায়, বুলবুল আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল শেখ। প্রকল্প উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। এসব অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে তিনি বীর মুক্তিযোদ্ধা দলিত সম্প্রদায় ও শিল্পী সমাজের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

পরে উপজেলা পরিষদে বিভিন্ন মসজিদে অনুদানের চেক বিতরণ করেন। বিকেলে তিনি উত্তর খুলনা এস এম মসজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের নব নির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন করেন এবং পরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সকাল সাড়ে ১১টায় মসুমদিয়া খালের ক্ষতিগ্রস্ত বাধ নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং পরে তিনি শহীদ সরফরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি