1. rashidarita21@gmail.com : bastobchitro :
বরগুনায় ১৮৭৫ বোতল ফেনসিডিল ধ্বংস | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

বরগুনায় ১৮৭৫ বোতল ফেনসিডিল ধ্বংস

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

বরগুনায় ১৮৭৫ বোতল ফেনসিডিল ধ্বংস করেছে আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোলার দিয়ে পিষ্ট করে ফেনসিডিলের বোতলগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম, আদালতের মালখানার দায়িত্বরত বিচারক রাসেল মজুমদার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন ও রফিকুল হাসানসহ পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এক হাজার ৯০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মামলা দায়ের করা হয়। মামলার আলামত হিসেবে ফেনসিডিলের বোতলগুলো আদালতে জমা দেয় পুলিশ। সেই থেকে মামলার বিচারের জন্য আদালতের মালখানায় রাখা ছিল ফেনসিডিলের বোতলগুলো। কিন্তু সম্প্রতি আদালতের মালখানায় স্থান সংকুলান না হওয়ায় মামলার বিচারের জন্য ২৫ বোতল রেখে বাকিগুলো ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম বলেন, আদালতের নিয়মিত কাজের একটি অংশ হিসেবে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আদালতের মালখানায় পর্যাপ্ত জায়গা না থাকায় জেলা ও দায়রা জজ আদালতের অনুমতি নিয়ে ফেনসিডিল ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি