1. rashidarita21@gmail.com : bastobchitro :
ফেনীতে ৮৭০ রোগীকে অর্থ সহায়তা | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

ফেনীতে ৮৭০ রোগীকে অর্থ সহায়তা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

ফেনীতে ৮৭০ জন রোগীকে ৪ কোটি ৩৫ লাখ টাকার অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসায় ২০১৬-১৭ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৮৭০ জন রোগীকে ৪ কোটি ৩৫ লাখ টাকার অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় ২০২২-২৩ অর্থবছরের প্রথম কিস্তিতে ৭৫ জনকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০ জন উপকারভোগীর হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান।

এর মধ্যে ক্যানসার আক্রান্ত খায়েজ আহমেদ, জাকির হোসেন, মো. ইয়াছিন, মো. নুরুল হুদা, কাজী খালেদা আক্তার, জন্মগত হৃদরোগের জন্য মোস্তাফিজুর রহমান, কিডনি রোগী মো. বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গীর, জেসমিন আক্তার ও থ্যালাসেমিয়া রোগী হাছিনা আক্তারসহ প্রত্যেকে ৫০ হাজার টাকা করে সহায়তা পেয়েছেন।

সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে ২১ জনকে ১০ লাখ ৫০ হাজার টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৩৭ জনকে ১৮ লাখ ৫০ হাজার, ২০১৮-১৯ অর্থবছরে ৪৯ জনকে ২৪ লাখ ৫০ হাজার, ২০১৯-২০ অর্থবছরে ২৪০ জনকে ১ কোটি বিশ লাখ টাকা, ২০২০-২১ অর্থবছরে ২২৪ জনকে ১ কোটি ১২ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ২২৪ জনকে ১ কোটি ১২ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরের প্রথম কিস্তিতে ৭৫ জনকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন শিহাব উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি