ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘটের প্রভাবে মাগুরাতেও দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) ভোরে জেলা টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, মাগুরা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা বা অন্য কোথাও যেতে মাইক্রোবাস কিংবা প্রাইভেটকারে দ্বিগুণ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন অনেকেই।
মাগুরা টার্মিনালে আবুল হাসান নামে এক যাত্রী বলেন, তার মায়ের অসুস্থতার কারণে কয়েক দিনের ছুটিতে পরিবার নিয়ে বাড়ি এসেছি। ছুটি শেষ আজই ঢাকায় ফিরে কাজে যোগদান করতে হবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে প্রায় দ্বিগুণ ভাড়ায় প্রাইভেটকার ভাড়া করে ঢাকা ফেরা হচ্ছে।
মরিয়ম পারভীন নামের অপর যাত্রী বলেন, অসুস্থ স্বামীকে নিয়ে আজ ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। রাত ৮টায় চিকিৎসকের সিরিয়াল দেয়া আছে, তাই ঢাকায় যেতেই হবে। কিন্তু কীভাবে যাব, আমি দিশেহারা হয়ে পড়েছি।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ সময় সংবাদকে জানান, ফরিদপুরের মহাসমাবেশে যেসব নেতাকর্মী যাবে তারা প্রাইভেটকার, মাইক্রোবাস ও ইজিবাইকসহ বিভিন্নভাবে শত কষ্ট করে হলেও চলে গেছেন। সরকারের এই চক্রান্ত কোনোভাবেই বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।