প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদের বিপরীতে সর্বোচ্চসংখ্যক নিয়োগ দেয়ার দাবিতে যশোরে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা।
সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে চাকরিপ্রত্যাশীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর প্রার্থীরা অংশ নেন।
এ সময় তারা বলেন, সরকারের ঘোষণা রয়েছে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, কেউ থাকবে না বেকার’। এ ঘোষণার বাস্তবায়ন হতে হবে। কেন না করোনা মহামারির কারণে চাকরিপ্রত্যাশীদের বয়স থেমে নেই। ফলে আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের বিপরীতে সর্বোচ্চসংখ্যক নিয়োগ দিতে হবে। যাতে যোগ্যরা কর্মজীবনে প্রবেশ করতে পারে। অন্যথায় তাদের বেকারত্বের অভিশাপ বহন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
এ জাতীয় আরো খবর..