1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রফেসর মুখলেসুর ‘জয় বাংলা’ বলার সাহস দেখিয়েছেন: ফাহিমা খাতুন | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

প্রফেসর মুখলেসুর ‘জয় বাংলা’ বলার সাহস দেখিয়েছেন: ফাহিমা খাতুন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, এমনও সময় ছিল ৭৫ এর পরবর্তী সময়ে তখন ‘জয় বাংলা’ বলা খুব সাহসের বিষয় ছিল সরকারি কর্মকর্তাদের। সেই সময়ে সাহসের সঙ্গে প্রফেসর মুখলেসুর রহমান খান ‘জয় বাংলা’ বলেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেসুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রফেসর ফাহিমা খাতুন বলেন, ‘প্রফেসর মুখলেসুর রহমান খান ছিলেন একজন অপাদমস্তক ভাল মানুষ। দেশ প্রেমিক মানুষ।’

তিনি তার কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বলেন, ‘‘এখন আমরা জয় বাংলা বলতে দ্বিধা করি না, কারণ এ শ্লোগানটি এখন সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়। কিন্তু এমনও সময় ছিল ৭৫ এর পরবর্তী সময়ে তখন ‘জয় বাংলা’ বলা খুব সাহসের বিষয় ছিল সরকারি কর্মকর্তাদের। সেই সময়ে সাহসের সঙ্গে প্রফেসর মুখলেসুর রহমান খান ‘জয় বাংলা’ বলেছেন।’’
এ সময় তিনি মুখলেসুর রহমান খানের নীতি ও আদর্শ ধরে রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হামজা মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে নোমান স্মৃতি পরিষদ টাইটাস ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ীদলসহ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি