1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবারেই কক্সবাজারে জনস্রোত | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবারেই কক্সবাজারে জনস্রোত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসে পৌঁছাবেন বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার পরপরই। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌমহড়ার উদ্বোধন করতে ইনানীর বঙ্গোপসাগর মোহনায় যাবেন। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২টার পর আসবেন কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

কিন্তু প্রধানমন্ত্রীর আগমনের আগেই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে কক্সবাজার শহরে জনস্রোত দেখা গেছে। উপকূল উপজেলা থেকে দূর থেকে বিভিন্ন নেতার সমর্থনে হাজার হাজার মানুষ মিছিলসহকারে আসতে শুরু করেছেন কক্সবাজার শহরে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর কক্সবাজার শহরের কলাতলী এলাকা লাল রঙের টি-শার্ট ও লাল ক্যাপ পরিহিত কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করতে দেখা গেছে। এসব মানুষ চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করতে আগাম চলে এসেছেন বলে জানিয়েছেন মিছিলে থাকা কয়েকজন। তাদের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা আরও জানান, তারা বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রি যাপন শেষে সকাল ১০টার পর সভাস্থলে যাবেন।

কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে মানুষ আগে থেকেই আসতে শুরু করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাখের কাছাকাছি মানুষ আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নেয়ার তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি