1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনে রাজশাহী আ.লীগ | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনে রাজশাহী আ.লীগ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী জেলা মহানগর আওয়ামী লীগ।

শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীর আলুপট্টী মোড়ের জেলা মহানগর আওয়ামী লীগের অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ’সমাবেশের আয়োজন করা মাদ্রাসা মাঠটি আয়তনে ছোট হলেও আমরা চারপাশের বাউন্ডারি ভেঙে বাড়িয়ে দিয়েছি। আমরা জিরো পয়েন্ট পর্যন্ত আশপাশের সব জায়গাকে জনসভার আওতায় নিয়ে এসেছি। যাতে করে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীর বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত লাখ লাখ মানুষ জনসভাটি উপভোগ করতে পারেন।’

তরুণ প্রজন্ম ও নারীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে মন্তব্য করে মেয়র জানান, জনসভাকে কেন্দ্র করে সর্বসাধারণের যে উৎসাহ দেখা যাচ্ছে তারচেয়ে বেশি উৎসাহ দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম ও নারীদের মধ্যে। এমনকি জনসভাকে কেন্দ্র করে নারী সদস্যও অনেক বেশি সরব থাকবে বলে আশা করছেন তিনি।

রাসিক মেয়র বলেন, ‘আমরা দেড় লক্ষ পানির বোতল জনসভার বিভিন্ন প্রান্তে রাখবো। ওয়াসা থেকেও পানির গাড়ি থাকবে। যাতে করে জনসভায় আগত মানুষরা পানি পান করতে পারেন। আমরা মানুষের জন্য বাথরুমের ব্যবস্থাও রেখেছি। আগামীকালের জনসভায় প্রধানমন্ত্রীর আগমনে আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’

জনসভায় কী পরিমাণ মানুষ আসতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র জানান, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লাখ লাখ মানুষ এই জনসভায় অংশ নেবেন। প্রায় ৫ থেকে ৭ লাখ মানুষ জনসভায় আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জনসভার প্রস্তুতি নিয়ে রাসিক মেয়র জানান, মঞ্চ তৈরির কাজ শেষ। মাঠও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করতে শহরজুড়ে আগেই লাগানো হয়েছে মাইক। মাঠের পরিধি বড় করতে দক্ষিণ পাশের সীমানা প্রাচীরটি ভেঙে দেয়া হয়েছে।

সভাস্থলে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর টহল চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি