ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এক রায়ে তাদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদালতের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আনু মিয়ার ছেলে কাজী পাপেল প্রকাশ পাভেল, একই গ্রামের মালন মিয়ার ছেলে কাজী নূরে আলম, কাজী আবু হানিফের ছেলে কাজী শাহনূর, কাজী মনসুর আলীর ছেলে কাজী বশির, কাজী এনায়েতের ছেলে কাজী মনজু ও কাজী এমরান, কাজী বজলু মিয়ার ছেলে কাজী জাহিদ, কাজী আবু তাহেরের ছেলে কাজী শাকিল, কাজী ফিরোজ মিয়ার ছেলে কাজী সুবেল, আবু জাহের মোল্লার ছেলে বেলাল মোল্লা। এর মধ্যে কাজী এমরান বাদে বাকি সব আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এমরান গ্রেফতার হওয়ার দিন থেকে সাজার মেয়াদ কার্যকর হবে বলে জানানো হয়।