পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের সুটিয়াকাঠী গ্রামের মৃত মকবুল বালির ছেলে মো. শাহিন বালি, সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে মো. নাদিম, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেল বাড়ি এলাকার সিদ্দিক শিকদারের ছেলে সবুজ শিকদার, একই এলাকার রাধাগঞ্জ ইউনিয়নের মো. তুহিন শেখের ছেলে ফরিদ ইসলাম, বরিশাল জেলার বিমানবন্দর এলাকার মহিষাদী গ্রামের আলী আজমের ছেলে লিটন হাওলাদার ওরফে বেকা লিটন।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে গ্রামের কাঞ্চন খলিফার পরিত্যক্ত বসত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, দুটি শাবল, দেশীয় অস্ত্র ও অবিস্ফোরিত ৫টি হাত বোমা উদ্ধার করা হয়।
ওসি আবির মোহাম্মদ হাসান জানান, রাতে তাদের গ্রেফতারের পর থানায় নিয়ে আসা হয়েছে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আটকদের নামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।