1. rashidarita21@gmail.com : bastobchitro :
পিরোজপুরে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

পিরোজপুরে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। এ ছাড়া মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৬৪ জন। যাদের অধিকাংশেই বাড়ি পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায়।

এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৩৮ জন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন। আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জ্বর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যাতে না হয়, সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি