পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২০টি মামলায় নতুন করে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৮৭ জনকে গ্রেফতার করা হয়।
রোববার (১২ মার্চ) সকাল পর্যন্ত এ ঘটনায় নতুন করে ওই ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ঘ, হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার (৪ মার্চ) থেকে পৃথকভাবে পঞ্চগড় সদর থানায় ১৫টি ও বোদা থানায় ৫টিসহ মোট ২০ মামলা করা হয়। এর পর জেলার বিভিন্ন জায়গায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী ও দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে।
কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলে জানান ওই পুলিশ সুপার।
এ জাতীয় আরো খবর..