1. rashidarita21@gmail.com : bastobchitro :
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

মৃদু শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির ফোটার মতো ঝরে পড়া ঘনকুয়াশা শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া লোকজন। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটছেন তারা।

বগুড়া থেকে আসা আব্দুল খালেক জানান, ভোরে বাস থেকে নামার পর হাড় কাঁপানো শীতে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে । আগুনের তাপেও শীত যাচ্ছে না।

রিকশাচালক মহেন্দ্র রায় জানান, ভোরে ঘনকুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যে রিকশা নিয়ে বের হয়েও রাস্তা-ঘাট না দেখা যাওয়ায় রিকশা চালাতে পারছেন না। ফলে আয়ও কমে গেছে। এই শীতে সরকারি-বেসরকারিভাবে অসহায়দের সাহায্য সহযোগিতা করার দাবিও জানান তিনি।

রোববার (১৫ জানুয়ারি) সকালে রোদ উঠলেও কনকনে ঠান্ডা বাতাসের ফলে রয়েছে শীতের তীব্রতা।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে।

রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি