নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন আজ রোববার (১৩ নভেম্বর)। দিবসটি উপলক্ষে তার নিজ জেলা নেত্রকোনায় ভক্তদের উদ্যোগে পালিত হয়েছে ‘হিমু উৎসব’। প্রতিবারের মতো হিমু-রূপা সেজে প্রিয় লেখককে স্মরণ করেছেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ।
তারুণ্যনির্ভর সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’র আয়োজনে বেলা ১১টায় সংগঠনের কার্যালয় সাতপাই নদীর পাড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে পৌঁছে।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক যতীন সরকার এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে নেচে গেয়ে দেড় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হিমু-রূপাদের নান্দনিক শোভাযাত্রা।
এদিকে মোক্তারপাড়া মাঠের সামনে নীল শাড়িতে রূপা সেজে শোভাযাত্রাকে বরণ করে নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর সংগঠনের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন তিনি। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
অন্যদিকে, লেখকের জন্মস্থান মোহনগঞ্জে তার নানার বাড়ি শেখ বাড়িতে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এ ছাড়া লেখকের পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপিঠেও কেক কাটার আয়োজন করা হয়।
এ জাতীয় আরো খবর..