থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারা দেশে জনশৃঙ্খলা ও যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতকরণে বিশেষ নিরাপত্তায় থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩১ ডিসেম্বর উপলক্ষে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা জারি করেছে র্যাব।
ইংরেজি নববর্ষ উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সমগ্র দেশে র্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল প্রস্তুত রয়েছে। সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সমূহের গুরুত্বপূর্ণ স্থান সমূহে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ইউনিফর্ম টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন ও পথযাত্রীদের তল্লাশি পূর্বক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। র্যাবের টহল/চেকপোস্ট জোরদার করতে ডগ স্কোয়াড দ্বারাও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সারাদেশে ভিভিআইপি/ভিআইপি, বিদেশি কূটনৈতিক মিশন এলাকায় গুরুত্বের সঙ্গে নিরাপত্তা বিধান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকাসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুরসহ অন্যান্য এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা ৩১ ডিসেম্বরের গমনাগমন সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
নতুন বছর উদযাপনে হোটেলের অভ্যন্তরে নিয়ম মেনে বিভিন্ন অনুষ্ঠান করা যাবে। এছাড়া পাবলিক প্লেসে বা খোলা স্থানে বা বাসার ছাঁদে ডিজে পার্টি, আতশবাজি-ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্ততা প্রতিরোধকল্পে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হচ্ছে।
উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে সংশ্লিষ্টদের কঠোরভাবে বিরত রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে। মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো নারী যাতে ইভটিজিং অথবা সম্মানহানির শিকার না হন সেদিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে জঙ্গি হামালার তথ্য নেই; তবে র্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার লক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের হেলিকপ্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ও ক্রাইম সিন ভ্যানকে প্রস্তুত রাখা হয়েছে কৌশলগত স্থানে থেকে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিধানে নিয়োজিত করা হয়েছে।
এছাড়াও ডিএমপি যে সব নির্দেশনা দিয়েছে তা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
‘ইংরেজি নববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নকালে র্যাব নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।