1. rashidarita21@gmail.com : bastobchitro :
তরুণরাই দেশের প্রকৃত সম্পদ: কৃষিমন্ত্রী | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

তরুণরাই দেশের প্রকৃত সম্পদ: কৃষিমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তরুণরাই আমাদের দেশের বিরাট শক্তি ও প্রকৃত সম্পদ। এই তারণ্যের শক্তিকে কাজে লাগাতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই বাস্তবতায় আপনাদের নিজেদেরকেও দক্ষ করে গড়ে তুলতে হবে।

রোববার (৫ মার্চ) সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিগ্রিধারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বক্তব্যের শুরুতেই মাওলানা ভাসানীকে গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, ‘ভঙ্গুর অবস্থা থেকে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল যার মধ্যে অন্যতম হলো দেশে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানো। আর সেই লক্ষ্যেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের এসব কার্যক্রমের কারণে একদিকে শিক্ষার প্রসার ঘটছে, অন্যদিকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। উচ্চ শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণ, গবেষণা খাতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।’ 

শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করণে ব্যাপকভাবে ফেলোশিপ দেয়া হচ্ছে বলেও জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষাখাতে সরকারের ব্যাপক বিনিয়োগ দেশকে কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছে দিবে। এই কারণে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এই সরকারের বিকল্প নাই।

এ সময় মন্ত্রী সারা দেশে কৃষিতে ব্যাপক উন্নয়নসহ সরকারের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।
রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করে নিজেকে গর্বিত মনে করছি। এজন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিএসসি (ইঞ্জিনিয়ার), বিএসসি (অনার্স), বিবিএ ও বিএসএস ২০১১-১২ থেকে ২০১৫-১৬ সেশন ও মাস্টার্স পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০১৯-২০ সেশনে ৪৪৩৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয় এবং এর মধ্যে ২২৪৩ জন শিক্ষার্থী সনদ নেন। সমাবর্তনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭২৮ জন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সমাবর্তনের অনুষ্ঠানের উদ্বোধনের পর স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেন্টার ফর দি রিহ্যাবিলেশন অব প্যারালাইসড (সিআরপি) এর ফাউন্ডার ও কো-অর্ডিনেটর ভ্যালেরি অ্যান টেইলর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি