1. rashidarita21@gmail.com : bastobchitro :
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭৭ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৬২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে মোট ২ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় চারজনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৪ জন মারা গেছেন। এর আগে গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি