1. rashidarita21@gmail.com : bastobchitro :
টেকনাফে ৬ রোহিঙ্গাকে অপহরণ | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

টেকনাফে ৬ রোহিঙ্গাকে অপহরণ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

কক্সবাজারের টেকনাফে এবার ৬ রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ উঠেছে। তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।

অপহৃতরা হলেন মো. ফরোয়াজ, মো. জোহার, মো. নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও মো. ইদ্রিস। তারা সবাই ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ জনকে অপহরণ করা হয়। শ্রমিক হিসেবে কাজ দেয়ার কথা বলে স্থানীয় এক ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে তাদের জিম্মি করে রাখে। এরপর সাড়ে ১২টার পর থেকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ মুক্তিপণ দাবি করা হচ্ছে।

তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধার করতে জেলা পুলিশের সমন্বয়ে এপিবিএন পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এর আগে গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন রোহিঙ্গা হলেও ২০ জন স্থানীয় বাসিন্দা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি