1. rashidarita21@gmail.com : bastobchitro :
চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে সরকার | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে সরকার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেছেন, ‘সরকার অর্থনৈতিক অঞ্চলগুলোতে চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও গ্যাস দেয়া হচ্ছে।’ বৈশ্বিক কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলেও আগামী দিনে রূপপুর ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র চালু হলে এর সমাধান হবে বলেও জানান তিনি।
রোববার (২৩ অক্টোবর) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সেমিনার হলে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর’ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

সভায় জানানো হয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৪ শিল্পকারখানা। একইসঙ্গে আরও ২৯ কারখানার নির্মাণকাজ শুরু হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিল্পকারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সভায় বেজা চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এই প্রথম ৪টি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন হবে। এরমধ্যে রয়েছে ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন, বাংলাদেশ ম্যাকডোনাল্ড ও টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলেও প্রথম উদ্বোধন হতে যাচ্ছে ‘ডাবল গ্লেজিংয়ের কারখানা। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আরও ৯টি শিল্প ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে দেশের সর্ববৃহৎ পিভিসি কারখানা। বাণিজ্যিক উৎপাদনে যেতে ১৪টি শিল্পে এরইমধ্যে প্রায় ৯৬৭.৭৩মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে আরও ৩৩১.২৭ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২৯টি শিল্পকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন। এই কারখানা স্থাপনে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ৬১০ মিলিয়ন ডলার এবং আরও বিনিয়োগ হবে প্রায় ১৯২২.৩৯ মিলিয়ন ডলার।  এসব শিল্পে এরই মধ্যে ৬,৪০৭ জনের কর্মসংস্থান হয়েছে এবং আরও ৩৮,৬৫৮ জনের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের সুবিধা দিতেই অর্থনৈতিক অঞ্চল দুর্নীতিমুক্ত হবে–চুক্তিতে এমন শর্ত উল্লেখ করা হয়েছে। তবে বেজার সঙ্গে কাজে সম্পৃক্ত অন্য সংস্থাগুলোর দুর্নীতি রোধ হলে সার্বিকভাবে দুর্নীতি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বেজার মহাব্যবস্থাপক (প্রশাসন) হাসান আরিফসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি