রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ধারালো অস্ত্রের আঘাতে মো. নাহিদ (৩০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ইলিশ বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতালে আহত নাহিদ ও তার স্ত্রী সালমা আক্তার জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী পূবালী এলাকার ২ নম্বর গলিতে। বাসার পাশেই ‘রোজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে তার একটি ওয়ার্কশপ রয়েছে। সন্ধ্যায় স্থানীয় সুজনসহ কয়েকজন তার দোকানে এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে আঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যান।
তার বাম হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। সেখানে সেলাই করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাকে ভর্তি রাখা হয়নি।
এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীর আহতের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার আগেই রোগীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে তাকে চিকিৎসা করে বাসায় নিয়ে গেছেন। কী নিয়ে এ ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে।