চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটা ও দখল পরিদর্শনে গিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নগরের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী সুপারি বাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সংস্থাটির কর্মসূচি প্রধান ফিরোজুল ইসলামের অভিযোগ করে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।
জহুরুল আলম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় পাহাড় কাটা ও কালির ছড়াখাল দখল করে ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে সেটি পরিদর্শনে যান সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় কাউন্সিলর জহুরুল আলম জসীমের নেতৃত্বে বেশকয়েকজন বেলা’র টিমের সদস্যদের হুমকি দেন। এরপর তাদের বহনকারী গাড়ি আকবর শাহ এলাকায় সিটি করপোরেশনের লেকসিটি আবাসিক এলাকার প্রধান ফটকে আটকে দেয় জসীমের সহযোগীরা।
পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে রিজওয়ানা হাসানের গাড়ি লেকসিটি আবাসিক এলাকায় তার কার্যালয়ে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে চালক গাড়িটি নিয়ে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে যান। সেখানে রিজওয়ানা হাসানসহ অন্যরা আগে থেকে গাড়ির অপেক্ষায় ছিলেন। তারা গাড়িতে ওঠার পর ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ করেন বেলার সদস্যরা।
এ ঘটনায় সৈয়দা রিজওয়ানা হাসান আকবর শাহ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ জাতীয় আরো খবর..