ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মুন্সীগঞ্জের লৈহজং উপজেলায় গাছচাপায় ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার কনকসার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন মা আসমা বেগম (২৮) ও তার মেয়ে সুরাইয়া আক্তার (০৪)। আহত বাবার নাম আবদুল রাজ্জাক (৩৫)। তিনি পেশায় রিকশাচালক। হতাহতদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাতে দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত হয়। এর মধ্যে রাস্তার পাশে একটি চাম্বল গাছ উপড়ে উপজেলার কনকসার এলাকায় আবদুল রাজ্জাকের বসতঘরের ওপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন বাবা আবদুল রাজ্জাক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।
এ জাতীয় আরো খবর..