ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে তলিয়ে আছে মাদারীপুর পৌর শহর। বাসাবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায়।
জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে টানা ২৪ ঘণ্টা ঝড়ো বাতাস ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টির পানি নামতে না পারায় শহরের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। এমনকি বাসাবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে রয়েছেন পৌরবাসী।
এর মধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, সুমন হোটেল এলাকা, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দেখা গেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা জব্বার শেখ বলেন, বৃষ্টির পানিতে ২৪ ঘণ্টার বেশি আটকা থাকলেও পৌরসভা থেকে একটু খোঁজ নেয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এর থেকে মুক্তি চাই।
মাদারীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইলিয়াস খোন্দকার ফিরোজ জানান, পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেয়া হয়েছে; যাতে দ্রুত পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।
এ জাতীয় আরো খবর..