আজ ২৫শে নভেম্বর শুত্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির আইটি সেলের সভাপতি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর তন্ময়।
জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলামের সভাপতিত্বে ও নির্মুল কমিটি কুষ্টিয়া চ্যাপ্টারের সাবেক সহসভাপতি কারশেদ আলমের নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান সুমন এবং সার্বিক পরিচালনা সমন্বয় করেন কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সনি এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।
উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান রবি, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টু, জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া কালচারাল অফিসার সুজন রহমান, শিক্ষক আনোয়ার বাবু, কুষ্টিয়া জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সেলিম সোহরাব খান, সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম তুষার, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সোহেলী পারভীন ঝুমুর, কুষ্টিয়া জজ কোর্টের এজিপি ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার, কুষ্টিয়া আইনজীবী সমিতির জুনিয়র সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান পিন্টু, মিরপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিপসন খান, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি এরিক মাহমুদ অন্তু, কুমারখালী মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি খাইরুল বাসার, রুহুল কুদ্দুস ডেভিড, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পার্থ কুমার দে, সাবেক জেলা ছাত্রলীগ মমিনুর রহমান মমিন, নেতা ফয়সাল আহমেদ, ইমরুল হক লিংকন, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি মীর রিসান, সাংবাদিক নেতা আব্দুস সবুর, দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, ইসলামিয়া কলেজের সাবেক ছাত্রলীগ নেতা রাব্বী হোসেন শশী, গড়াই ক্রীড়া সংসদের আহবায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সচিব প্রান্তিক আহমেদ সহ শ্রেণি ও পেশার সাথে যুক্ত স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পেশাজীবিরা।