1. rashidarita21@gmail.com : bastobchitro :
গুলিস্তানে বিস্ফোরণ: মুন্সীগঞ্জের আরও একজনের মৃত্যু | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণ: মুন্সীগঞ্জের আরও একজনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

রাজধানীতে গুলিস্তানের কাছে সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আওলাদ হোসেন (৩৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ মার্চ) রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আওলাদ হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত জামান শফিকের ছেলে।

এর আগে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারেক। তিনি আওলাদ হোসেনের চাচাতো ভাই।

নিহতের স্বজনরা জানান, আওলাদ হোসেন সেনিটারি মালামাল কিনতে ঢাকায় যান। মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের ফুলবাড়িয়া সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। এতে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের দুজন আহত হন। তাদের মধ্যে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারেকের মৃত্যু হয়। বুধবার রাতে মারা যান আওলাদ হোসেন। তার মরদেহ গ্রামের বাড়ি নেয়া হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে সাততলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি