1. rashidarita21@gmail.com : bastobchitro :
গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়: অর্থমন্ত্রী | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছর তুলনায় প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের টেবিলে উপস্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ১ হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা।

‘অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে,’ বলেন তিনি।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের লক্ষ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করে যাচ্ছে। এনবিআর আশা করে, অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে।

এ ছাড়া সরকারি দলের অপর সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরে বাজেটে বৈদেশিক সহায়তা কমেছে। গত অর্থবছর বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সরকার ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পেয়েছে। আর চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে। এসব সংস্কারমূলক কাজের বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য অনেক সময় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সরকারকে ‘বাজেট সাপোর্ট’ শীর্ষক নীতি ঋণ বা পলিসি ক্রেডিট দেয়।

তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায়’ সরকার বাজেট সাপোর্ট নিয়েছে, বিষয়টি এ রকম নয়। এটি একটি চলমান প্রক্রিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি