খুলনা ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আগামী ১১ জানুয়ারি বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে কেডি ঘোষ রোডের বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, এক দফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারা দেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো পরিস্থিতিতে আগামী ১১ জানুয়ারির গণ-অবস্থান কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তারা।
গণ-অবস্থান কর্মসূচি সফল করতে ১১টি উপকমিটি গঠন করেছে দলটি।
এ জাতীয় আরো খবর..