1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে শীত বাড়ছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮/৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। রোববার (১৩ নভেম্বর) সকালে হঠাৎ করে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে ঠান্ডাও। এতে শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।

এদিকে, ঠান্ডার মাত্রা বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ চরাঞ্চলে বসবাসকারীরা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়ার পাশাপাশি বাড়ছে নিউমোনিয়া ও সর্দি-কাশিসহ শীতজনিত নানান রোগে আক্রান্তের সংখ্যা।

আকবর হোসেন নামে হাসপাতালটির শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর অভিভাবক বলেন, ‘ঠান্ডার কারণে আমার ছেলের নিউমোনিয়া হয়েছে। গত দুইদিন ধরে হাসপাতালে ভর্তি।’

হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. শাহীনুর রহমান শিপন জানান, শীত পড়তে শুরু করায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। শিশু ওয়ার্ডে ৪৮টি বেড থাকলেও ভর্তি রয়েছে ৭০ জন, ডায়রিয়া ওয়ার্ডে ১২টি বেডের বিপরীতে ভর্তি ২৪ জন এবং মেডিসিন ওয়ার্ডে ৭৮ বেডের বিপরীতে ভর্তি ১১১ জন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ১২শ থেকে ১৩শ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসক সংকট থাকলেও রোগীদের সাধ্যমতো সেবা দেয়া হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্থাপিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, গত কয়েকদিন ধরে শীত বাড়ছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি